হুরিয়ত প্রধানের পদে ইস্তফা গিলানির

নয়াদিল্লি ও শ্রীনগর, ১৯ মার্চঃ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির জোট তেহরিক-ই-হুরিয়তের সভাপতি পদে ইস্তফা দিলেন সৈয়দ আলি শা গিলানি। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন মহম্মদ আশরফ শেহরাই। সোমবার শ্রীনগরে তেহরিকের ছাতার তলায় থাকা বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠকে বসেন। সেখানেই শেহরাইকে সভাপতি নির্বাচিত করা হয়। জোট প্রধানের পদ ছাড়লেও গিলানির নিজস্ব সংগঠন হুরিয়ত কনফারেন্স (জি)-এর শীর্ষ পদে কোনো বদল হচ্ছে না। আপাতত গিলানিই সংগঠনটির দায়িত্বে থাকছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GIPqIS

March 19, 2018 at 07:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top