বিশ্বনাথ পৌরসভা’র গেজেট প্রকাশ হয়নি এখনো : বাকি রয়েছে কয়েকটি ধাপ

বিশ্বনাথ-পৌরসভামোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘পৌরসভা’র গেজেট এখনো প্রকাশ হয়নি। তবে বিশ্বনাথ পৌরসভা গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগ পৌর-২ থেকে গত ৭জানুয়ারি ‘বিশ্বনাথ শহর’ হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে। আরো কিছু ধাপ বাকি রয়েছে। চলিত বছরের যেকোনো দিন বিশ্বনাথ পৌরসভার গেজেট প্রকাশ হতে পারে। তারপর যেকোনো দিন ‘বিশ্বনাথ পৌরসভা’ ঘোষণা হতে পারে এবং প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এ অনুমোদনের পর বিশ্বনাথ পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এমটাই সংশ্লিষ্ট কর্মকর্তা সঙ্গে আলাপ করে জানাগেছে।

বিশ্বনাথ শহর ভিত্তিক গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, এখনও পৌরসভার গেজেট প্রকাশ হয়নি। আরো কিছু ধাপ বাকি রয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার ও উন্নয়ন সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা থেকে বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে শহর হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ গেজেট রেজিস্টার নং ডি এ-১ প্রকাশিত বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়নের ২২টি মৌজা নিয়ে এ গেজেট প্রকাশ করা হয়। মৌজাগুলো হলো- বিশ্বনাথ ইউনিয়ের আহমদাবাদ মৌজা, পূর্ব জানাইয়া মৌজা, বিদাইলসুপানি মৌজা, কানাইপুর মৌজা, মজলিস ভোগশাইল মৌজা, চান্দসিরকাপন মৌজা, মিরেরচর মৌজা, মশুল্লা মৌজা, সেনারগাঁও মৌজা, ধোপাখোলা মৌজা, তাজপুর মৌজা। দেওকলস ইউনিয়নের আলাপুর মৌজা, ধোপাখোলা মৌজা, দত্তা। অলংকারী ইউনিয়নের পূর্ব জানাইয়া, কামালপুর, ভাগমতপুর, অলংকারী। দৌলতপুর ইউনিয়নে দূযার্কাপন, চরচন্ডি। রামপাশা ইউনিয়নের পশ্চিম জানাইয়া, মশুল্লা।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2CU4ZcT

March 02, 2018 at 11:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top