মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেটের বিশ্বনাথে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বুধবার (২৮ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলা সদরের নতুন বাজারের টিএনটি রোডস্থ ‘মেসার্স লামিম এন্ড সাইফা কালেকশন ফেব্রিক্স’ এ ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত সন্ধেহে থানা পুলিশ পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকেকে আটক করেছে। সে ওই ব্যবসা প্রতিষ্ঠানের পার্শ্ববতি মোজাহিদ আলীর কলোনীর বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে। এছাড়া বিজ্ঞাসাবাদের জন্য ওই কলোনীর বাসিন্দা জিতু মিয়ার স্ত্রী স্ত্রী আমিনা বেগম (৩৫) ও রামাল মিয়ার স্ত্রী খালেদা বেগম (২৪) কে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই বিনয় চক্রবর্তী।
জানা গেছে, ‘মেসার্স লামিম এন্ড সাইফা কালেকশন ফেব্রিক্স’র মালিক ব্যবসায়ী গোলাম সরওয়ার বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে দোকানে এসে দেখেন সাটারের তালা ভাঙ্গা। এরপর ভিতরে প্রবেশ করে দেখেন দোকানের সব কিছু এলোমেলো ও প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। পরে বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ থানায় খবর দিলে থানা পুলিশের এসআই বিনয় চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় বণিক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতায় পার্শ্ববর্তী মজাহিদ আলীর কলোনির ৩টি বাসা থেকে প্রায় ৫ হাজার টাকার মালামাল উদ্ধার করেন এবং ৩ জনকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এসআই বিনয় চক্রবর্তী জানান, আটককৃত পারভেজের বসত ঘর তল্লাশি করে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। আর সে জন্যে পারভেজকে আটক করে থানার কাষ্টরিতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্যে ওই কলোনীর ২মহিলাকে থানায় আনা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2FegcKD
March 02, 2018 at 12:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন