কলম্বো, ১৪ মার্চ- নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে সন্ধ্যা সারে সাতটায় শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয় পেলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যাবার জন্য রাস্তা কিছুটা প্রসার হবে। এই সমীকরনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশে জায়গায় পেয়েছেন আবু হায়দার রনি আর একাদশ থেকে বাদ পরেছেন তাসকিন আহমেদ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত। তাই বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৭৭ রান। এর আগে প্রথমে ভারত ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পরে ভারত। তবে আস্তে আস্তে সেই চাপ কাটিয়ে স্বাভাবিক খেলাটাই খেলে ভারত। ইনিংসের সপ্তম ওভারে নাজমুল ইসলাম অপুর করা প্রথম বলে সিঙ্গেল নিয়ে দলীয় ৫০ রান করেন রোহিত শর্মা। এরপরেই ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে ওপেনার শিখর ধাওয়ানের স্ট্যাম্প উড়িয়ে দেন পেসার রুবেল হোসেন। ঘন্টায় ১৪৩ কি. মি. গতিতে করা রুবেলের ইয়র্কার ঠিক মতো ব্যাটে জমাতে পারেননি শিখর। পিছিয়ে এসে খেলতে গিয়ে ব্যর্থ হন তিনি। আর তাতেই মিডল স্ট্যাম্প উড়ে যায় ধাওয়ানের। আউট হওয়ার আগে করে ২৭ বলে ৩৫ রান। পাওয়ার প্লেতে শিখর ধাওয়ানের সঙ্গে মিলে রানের ঝড় তুলতে না পারলেও ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে আবু হায়দার রনির বলে সিঙ্গেলস নিয়ে ফিফটি পূরণ করেন রোহিত। এরপরেই বিপদজনক হয়ে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রোহিত শর্মা। শিখর ধাওয়ানের পর সুরেশ রায়নার সঙ্গেও দ্বিতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি পেয়েছেন রোহিত। ২০তম ওভারের প্রথম বলে রায়নাকে ফেরান রুবেল। ব্যক্তিগত ৪৭ রানে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে রায়নাকে ফেরান রুবেল। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ১৭৬/৩ (২০ ওভার) আউট: শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রোহিত শর্মা। টার্গেট:১৭৭ বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ। ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুভেন্দ্র চাহাল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/১৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FIia2W
March 15, 2018 at 04:18AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন