অযোধ্যা বিতর্কে হস্তক্ষেপের আবেদন খারিজ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ১৪ মার্চঃ রামমন্দির-বাবরি মসজিদ জমি বিতর্কে বুধবার সুপ্রিম কোর্ট এই মামলায় বিজেপি নেতা সুব্রাহ্মণিয়াম স্বামীর হস্তক্ষেপের আবেদন খারিজ করে দিয়েছে। এই মামলায় তিনি হস্তক্ষেপ করতে পারবেন না। এই মামলায় পক্ষ হতে চেয়ে পেশ হওয়া মোট ৩২টি অন্তর্বর্তীকালীন আবেদনও খারিজ করেছে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এসএ নাজিবকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের স্পেশাল বেঞ্চ।

এই মামলায় শরিক হতে চেয়ে যে আবেদন করেছিলেন, শ্যাম বেনেগাল, তিস্তা শেতলবাদ, অপর্ণা সেন, অনিল ধড়কড় প্রমুখ বিশিষ্টজনেরা। মামলার মূল পক্ষগুলিকেই তাদের বক্তব্য পেশ করতে দেওয়া হবে।
বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, মধ্যস্থতার জন্য সামিল হতে চেয়ে পেশ করা কোনো আবেদন যাতে গ্রহণ করা না হয়। পরবর্তী শুনানি ২৩ মার্চ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tNHvHf

March 14, 2018 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top