কলকাতা, ১৫ মার্চ- রামনবমী বা মহরম, কোনও ধর্মীয় অনুষ্ঠানেই অস্ত্র নিয়ে মিছিল করা উচিত নয়৷ এমনই মনে করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)৷ ধর্মীয় অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখা উচিত৷ অস্ত্র নিয়ে মিছিল যদি বেআইনি হয়, তবে তা করা অনুচিত৷ এমনই জানিয়েছেন, আরএসএসের দক্ষিণবঙ্গের কার্যকর্তা জিষ্ণু বসু৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ, দক্ষিণবঙ্গের তরফে সাংবাদিক বৈঠক করে বুধবার জানানো হয়েছে, গত বছর ১০০ জনেরও বেশি যুবককে রামনবমীতে গ্রেফতার করেছিল পুলিশ৷ তাদের তিন মাস জেলে রাখা হয়৷ কিন্তু এই বছর শাসকদল তৃণমূল কংগ্রেসই রামনবমী পালন করার সিদ্ধান্ত নিয়েছে৷ এটা একদিকে রামনবমী পালনকারীদের নৈতিক জয় বলে জানানো হয়েছে৷ এ দিন সঙ্ঘের কার্যকর্তা জিষ্ণু বসু জানান, সারা দেশে ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে সঙ্ঘের সদস্য সংখ্যা৷ পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও৷ দক্ষিণবঙ্গে মোট ৬৫০টি স্থানে ৯১০টি শাখা রয়েছে৷ সাপ্তাহিক মিলন ৭৫৭টি, মাসিক মণ্ডলী ১৪৪টি এবং ৬৬টি ব্লকে ৪৬২টি সেবা প্রকল্প রয়েছে৷ উত্তরবঙ্গে চলছে ৩৭৩ স্থানে ৩৬৯টি শাখা, ৩৩৫টি সপ্তাহিক মিলন, ৮২টি মাসিক মণ্ডলী এবং সেবা প্রকল্প মোট ১৫৯টি৷ কার্যকর্তা জিষ্ণু বসু একটি প্রশ্নের উত্তরে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মতো শিক্ষাঙ্গন হল পূণ্যভূমি৷ আমি নিজেও ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র৷ কিন্তু এই পূণ্যভূমি কালিমালিপ্ত হয়েছে নানা কারণে৷ অধ্যাপক গোপাল চন্দ্র সেনকে ওই বিশ্ববিদ্যালয়েই খুন করা হয়েছিল৷ আজ কিছু ধনীবাড়ির ছেলেমেয়েরা ওই বিশ্ববিদ্যালয়ে মৃগয়া ব্রিগেড বানিয়েছেন৷ আরও পড়ুন: অবৈধ সম্পর্কের অভিযোগ, মহিলারাই অ্যাসিড মারলেন! শুধুমাত্র তাই নয়৷ জিষ্ণু বসু এ দিন বলেন, কয়েক বছর ধরেই রাজ্যে হিন্দুত্বের আন্দোলন প্রতিহিংসার মুখে৷ কিছু দিন আগেই আরএসএসের সরকার্যবাহ পুনঃনির্বাচিত হয়েছেন সুরেশ ভাইয়াজি জোশি৷ নাগপুরের সেই প্রতিনিধি সভাতে সমস্ত ভারতীয় ভাষার সংরক্ষণ এবং প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/০৯:১৩/১৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tKCnDC
March 15, 2018 at 03:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top