সিঙ্গাপুর, ১১ মার্চঃ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারীদের সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন তিনি। সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে এই মন্তব্যই করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তিনি বলেন, ‘বাবার হত্যাকারীদের আমি ও প্রিয়াঙ্কা(গান্ধি), দুজনেই ক্ষমা করে দিয়েছি। বহু বছর ধরে এই নিয়ে দুজনেই রাগ পুষে রেখেছিলাম। কিন্তু যে কারণেই হোক, আমরা তাদের ক্ষমা করে দিতে পেরেছি।’ ওই অনুষ্ঠানে রাহুল বলেন, মতবাদ, শক্তি ও নানা বিষয়ের দ্বন্দ্বের জন্যই এই ধরণের ঘটনা ঘটে থাকে। যখন তিনি তাঁর বাবার হত্যায় প্রধান অভিযুক্ত এলটিটি প্রধান প্রভাকরণের মৃতদেহ দেখেছিলেন, তখন তাঁর দুঃখই হয়েছিল বলে জানান কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘টিভিতে ওই দৃশ্য দেখে আমার দুরকম অনুভূতি হয়েছিল। প্রথমত, কেন ওর(প্রভাকরণের) দেহকে অপমানজনকভাবে ফেলে রাখা হয়েছে। দ্বিতীয়ত, ওর পরিবারের সদস্য, সন্তানের জন্য খারাপ লেগেছিল।’ রাহুল বলেন, বাবা ও ঠাকুমা ইন্দিরা গান্ধির হত্যা থেকে তিনি একটিই জিনিস শিখেছেন। রাজনীতিতে খারাপের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই মৃত্যুর মুখোমুখি হতে হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ij53Hg
March 11, 2018 at 11:48AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন