রোগীর কাটা পা-কে বালিশ হিসেবে ব্যবহার!

ঝাঁসি, ১১ মার্চঃ ফের চিকিত্সায় গাফিলতির অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে পা হারানো এক ব্যক্তির পা-কেই বালিশ হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠল হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে।

একথা প্রকাশ্যে আসতেই মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে অধ্যক্ষা সাধনা কৌশিক অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করার কথাও জানিয়েছেন সাধনা কৌশিক।

ইতিমধ্যেই হাসপাতালের দুই চিকিত্‍সক এবং দুই নার্সকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনা সম্পর্কে পুরো তথ্য পাওয়ার পর রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা।

জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুল বাসের কন্ডাক্টর ঘনশ্যাম। কিছুদিন আগে ওই বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। সেই দুর্ঘটনায় হুরুতর জখম হয়ে ঘনশ্যাম হাসপাতালে ভরতি করা হয়। ইনফেকশন যাতে সারা শরীরে ছড়িয়ে না পড়ে তাই তাঁর পা বাদ দেওয়া হয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2p9xTRM

March 11, 2018 at 12:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top