কলম্বো, ১১ মার্চঃ নিদাহাস ট্রফিতে ২১৫ রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই জয়ের প্রধান কারিগর হয়ে রইলেন মুশফিকুর রহিম। ৩৫ বলে অপরাজিত ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ছোটোখাটো চেহারার এই বাঙালি ব্যাটসম্যান। তাঁকে যোগ্য সঙ্গত করেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকাররা। শনিবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও বোলিংয়ে সেভাবে দাগ কাটতে পারেননি বাংলাদেশের বোলাররা। ভারতের বিরুদ্ধে যেভাবে শেষ করেছিলেন, সেভাবেই বাঙালি বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করেন কুশল পেরেরা (৪৮ বলে ৭৪)। ভালো রান করেন কুশল মেন্ডিস ও থিসারা পেরেরাও। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নিলেও দিয়ে বসেন ৪৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশও। মাত্র ৯ ওভারেই ১০০ রান তুলে ফেলেন তামিম, লিটনরা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও মুশফিকুর একদিক সামাল দিয়ে দলকে জয়ের সরণীতে নিয়ে আসেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ij5AJg
March 11, 2018 at 12:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন