বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে পাথরের আঘাতে মৃত্যু তরুণীর

জম্মু, ১১ মার্চঃ জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থ করতে  যাওয়ার পথে পাহাড়ের ওপর থেকে গড়িয়ে আসা পাথরের আঘাতে মৃত্যু হল এক তরুণীর। রবিবার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রিয়েসি জেলার কাটরা থেকে পায়ে হেঁটে স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈষ্ণোদেবী মন্দিরের দিকে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা আশিকি বৈদ্য। হিমকোটির কাছে হঠাৎই একটি টিলা থেকে পাথর গড়িয়ে এসে আশিকিকে আঘাত করে। তাঁর পায়ে ও বুকে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে আশিকিকে মন্দিরেরই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু সেখানকার চিকিৎসকরা আশিকিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই তরুণীর দেহ তাঁর স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2p9xYF4

March 11, 2018 at 12:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top