প্রধানমন্ত্রীকে রাখি পরানো শরবতিদেবী প্রয়াত

ধানবাদ, ১১ মার্চঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরানো বোন শরবতিদেবী মারা গেলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। প্রধানমন্ত্রীকে রাখি পরাতে চেয়ে গত বছর চিঠি লেখেন ধানবাদের বাসিন্দা শরবতিদেবী। চিঠিতে তিনি বলেন, তাঁর নিজের ভাই মারা গিয়েছেন ৫০ বছর আগে, কিন্তু তাঁর অভাব এখনও বোধ করেন তিনি। তাই প্রধানমন্ত্রীকেই ভাই হিসাবে রাখি পরাতে চান। শরবতিদেবীর এই চিঠি পড়ে রাখি পরতে রাজি হয়ে যান মোদী। সেই মত গত বছর রাখি পূর্ণিমার দিন দিল্লিতে প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গের বাসভবনে এসে তাঁর সঙ্গে দেখা করেন একশো বছর অতিক্রান্ত করে ফেলা শরবতিদেবী, মোদির হাতে বেঁধে দেন রাখি। এরপর তাঁকে দেখা যায় প্রধানমন্ত্রীকে রাখি পরাতে আসা একঝাঁক স্কুলছাত্রীর সঙ্গে। শরবতিদেবীর নয় সন্তানের মধ্যে দুই সন্তান ও স্বামী আগেই মারা গিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2IfyOIO

March 11, 2018 at 12:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top