কলকাতা, ১৬ মার্চ- হাইকোর্টের অচলাবস্থার বিরুদ্ধে মৌন প্রতিবাদে নামলেন প্রায় দেড়শো জন সাধারণ মানুষ। গত তিন সপ্তাহ ধরে বন্ধ রাজ্যের সর্বোচ্চ আদালতের সমস্ত রকম বিচারপদ্ধতি। ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। আদালতের দোরগোড়ায় বিচারপ্রার্থী সেই সমস্ত মানুষদের হয়েই পথে নামলেন এঁরা। তথ্য অনুযায়ী, কলকাতা হাইকোর্টে ৭২জন বিচারকের প্রয়োজন রয়েছে। মৌন প্রতিবাদে পথে নামা প্রতিবাদীদের অভিযোগ, বিচারকের সংখ্যা মাত্র ৩৩ জন। এদের মধ্যে বেশ কয়েকজন অবসরের মুখে। অভিযোগ, এই সমস্যায় এমনিতেই লাখ লাখ মামলা পড়ে রয়েছে। একটা মামলার বিচার পেতে বহু সময় লেগে যায়। তার উপর এতদিন কোর্ট বন্ধ থাকায় সাধারণ মানুষের সমস্যা গোদের উপর বিষফোঁড়া- মতো হয়ে দাঁড়িয়েছে। সমস্যায় জর্জরিত সেই সব আম আদমি-র হয়েই তাঁদের এই মৌন মিছিল। এদিন সকাল এগারোটা নাগাদ হাইকোর্ট চত্বরের সামনে মৌন প্রতিবাদ শুরু করেন তাঁরা। প্রতিবাদীদের নেতৃত্ব দিচ্ছিলেন পেশায় ব্যবসায়ী অজয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত ২ বছর আমার কেস চলছে হাইকোর্টে। ডেটের পর ডেট চলে যাচ্ছে এমনিতেই। কিন্তু এই তিন সপ্তাহ আমার হতাশা বাড়িয়ে দিয়েছে। সঙ্গে তিনি এও বলেন, আমাদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। চাই না কোনও দল এসে আমাদের আন্দোলনে সামিল হোক। আমাদের মৌন প্রতিবাদ রাষ্ট্রপতি অবধি পৌঁছে যাক। তাহলেই হয়তো কিছু হতে পারে। সোমবার থেকে হাই কোর্ট খোলার খবর শোনা গিয়েছে। এতেও আশাবাদী নন বিচারপ্রার্থী অশোক বোস। তিনি বলেন, কোর্ট খুললেও কোনও লাভ হবে না। বিচারপতি কম। কীভাবে এটা সরকারের চোখ এড়িয়ে যাচ্ছে জানি না। একই অভিযোগ জীবন রায়, মালতি দেবীদের। আরও পড়ুন: চড়া সুদে টাকা ধার করে একমাত্র মেয়ের বিয়ের আয়োজন, আগুনে পুড়ে ছাই আন্দোলকারীদের পাশে দাঁড়িয়ে আইনজীবী মুকুল লাহিড়ী বলেন, রাইসিনায় খবরটা পৌঁছানো দরকার। এভাবে সাধারণ মানুষের হয়রানি অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যেরও লজ্জা। সমস্যার সমাধান না হলে আবারও পথে নামার কথাও জানিয়েছেন প্রতিবাদীরা। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১১:৩৫/১৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FYQPgs
March 16, 2018 at 05:32PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন