টরন্টো, ৩০ মার্চ- টরন্টোতে অবস্থিত অন্টারিও প্রদেশের সংসদ ভবন কুইন্সপার্কে গত বুধবার, ২৮শে মার্চ আবারও উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা। অন্টারিও প্রাদেশিক সংসদ ভবনের সম্মুখে বাংলাদেশের পতাকার উড্ডয়ন এবার নিয়ে মোট তিনবার হলো। বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস গত দুই বছরের মতো, এবারও স্বাধীনতার মাস, মার্চ মাসেই আয়োজন করলো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের দিন। উল্লেখ্য, এক বছর পূর্বে কানাডার অন্টারিও প্রদেশের সরকার মার্চ মাসকে বাংলাদেশ হ্যারিটেজ মাস ঘোষণা করে। কর্ম দিবস। তবুও সকাল সাড়ে এগারোটা থেকেই টরন্টো প্রবাসী বাংলাদেশিরা টরন্টোর কুইন্সপার্ক প্রাঙ্গণের নির্ধারিত স্থানে উপস্থিত হয় দলে দলে। আনুষ্ঠানিকভাবে বেলা ১২:১৫ মিনিটের সময় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত জনাব মিজানুর রহমান। সাথে সাথে বেজে উঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। উপস্থিত সকলে কণ্ঠ মিলায়। এরপর বাজানো হয় কানাডার জাতীয় সঙ্গীত। পতাকা উত্তোলন কালে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত জনাব মিজানুর রহমান, অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার আর্থার পটস, লিসা গ্রেটযকি, স্টীভ ক্লার্ক, ডেপুটি স্পীকার টেড আরনট, বাংলাদেশ সেন্টারের পরিচালক মণ্ডলী এবং বাংলাদেশি কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস এর প্রেসিডেন্ট হাসিনা কাদেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত জনাব মিজানুর রহমান তার বক্তব্যে টরন্টোতে দূতাবাসের শাখা খোলার যে প্রক্রিয়া চলছে তা নিশ্চিত করেন। এছাড়াও তিনি প্রাদেশিক সংসদ ভবন প্রাঙ্গণে বাংলাদশের পতাকা উত্তলনের মতো এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সূত্র: নতুনদেশ আর/০৭:১৪/৩০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2E74Gfs
March 30, 2018 at 03:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top