টরন্টো, ২৯ মার্চ- গ্র্যান্ড প্যালেস এবং এটিএন বাংলা ও এটিএন নিউজ নিবেদিত সর্বজনীন বৈশাখী উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। উৎসবকে সফল করতে আয়োজরা এখন প্রতিদিনই বৈঠক করছেন। নগরী জুড়ে এখন আলোচনায় বৈশাখী উৎসব। আসছে ৭-৮ এপ্রিল এবং ১৪-১৫ এপ্রিল চারদিনব্যাপী এ আয়োজনে এক ঝাঁক তারকা অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে যারা ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তারা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী তপু, অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী নাদিয়া, জনপ্রিয় মডেল হীরা, জনপ্রিয় অভিনত্রী সাবা, মডেল ও কোরিওগ্রাফার সানজিদা হক আরিফিন লুনা, অভিনেতা নীরব, কলকাতা থেকে সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী শুভশ্রী দেবনাথ, ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিল্পী এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। এছাড়া চারদিন ব্যাপী এ অায়োজনে থাকছে স্থানীয় শিল্পীবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। অনুষ্ঠানে কোন প্রবেশ মূল্য নেই। যেসব সংগঠন সর্বজনীন বাংলা নববর্ষ উদযাপন পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা হলো: বিসিসিবি, সুকন্যা নৃত্যাঙ্গন, টরন্টো থিয়েটার প্লাস, উদীচী, বাংলাাদেশ এসোসিয়েশন অব টরন্টো, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, রোটারি ক্লাব অব ড্যানফোর্থ, লায়নস ক্লাব, বাংলাদেশ কানাডিয়ান স্পোর্টস ক্লাব, আবাকান, কুয়েট, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় এলুমনাই, প্রত্যয়,হবিগঞ্জ এসোসিয়েশন, সুনামগঞ্জ এসোসিয়েশন, খুলনা এসোসিয়েশন, নোয়াখালি এসোসিয়েশন, বরিশাল ক্লাব, টাঙ্গাইল এসোসিয়েশন, কুমিল্লা এসোসিয়েশন, মৌলভিবাজার এসোসিয়েশন, বিয়ানিবাজার এসোসিয়েশন, ইউনাইটেড ফোরাম, উদীচী অব কানাডা, টরন্টো দূর্গাবাড়ি, হ্যারিটেজ বিয়ন্ড বর্ডার, শিশু কিশোর সঙ্গীত একাডেমি, ওসমানী স্মৃতি পরিষদ, লীড, বাংলাদেশ এসোসিয়েশন অব হ্যামিলটন, অ্যাকটিনো ফাউন্ডেশন, বাচনিক, ক্রিয়েটিভ ল্যাব, রবীন্দ্র শিল্পী সংস্থা, সঞ্চারী, অন্যস্বর, আনন্দধারা, কলকাতা থিয়েটার, নৃত্যকলা, গীতাঞ্জলী, ইয়াং টরন্টোনিয়ান, স্বপ্নবাজ, সেজুঁতি শিল্পকলা ও রেড এন্ড গ্রিন হুইলার্স।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ii2JPT
March 30, 2018 at 01:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top