কলকাতা, ২৬ মার্চ- রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রায় সামিল করানো হল কমবয়সিদের৷ রবিবার পুরুলিয়ায় দেখা গেল এই দৃশ্য৷ অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রায় কোনও শিশুকে যাতে অংশগ্রহণ করানো না হয়, সেই বিষয়টি দেখার জন্য শনিবার জেলাশাসকদের নির্দেশ দিয়েছিল রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন৷ অথচ, যেভাবে এই নির্দেশকে অমান্য করে পুরুলিয়ায় রামনবমীর শোভাযাত্রায় নাবালকদের অংশগ্রহণ করানো হল, সেই বিষয়ে বিভিন্ন মহলে খোদ প্রশাসনের বিরুদ্ধেও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ রবিবার পুরুলিয়ায় বজরঙ দলের তরফে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়া কমবয়সিদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়৷ এই দৃশ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে৷ এই বিষয়ে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, যাঁরা এই কাজটি করছেন বা শিশুদের দিয়ে যাঁরা এই কাজ করাচ্ছেন, তাঁরা শুভবুদ্ধিসম্পন্ন নন৷ তাঁরা কখনোই নিজেদের দেশভক্ত বলে পরিচয় দিতে পারেন না৷ যাঁরা দেশের আইন মানেন না, আইন অমান্য করেন, দেশভক্ত বলে তাঁরা যেন নিজেদের পরিচয় না দেন৷ মিছিলে একটি বাচ্চার হাতে অস্ত্র তুলে দেওয়া স্পষ্টভাবে আইনের বিরোধী৷ তবে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সেই বিষয়ে এ দিন কমিশনের তরফে সেভাবে কিছু জানানো হয়নি৷ স্বাভাবিক কারণেই, এই বিষয়ে সমাজের বিভিন্ন মহলে উদ্বেগও দেখা দিয়েছে৷ এই বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ওমপ্রকাশ সিংহ বলেন, প্রাপ্ত বয়স্করা অস্ত্র নেবেন কি না, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু শিশুদের হাতে অস্ত্র তুলে দেওয়াটা একেবারেই ঠিক নয়৷ কারণ, পরে অস্ত্রটা তাদের কাছে খুব চেনা হয়ে যাবে৷ পরে তাদের মনে হবে না যে, এটা অন্যায়৷ তখন সেটা ব্যবহার করতেও তাদের খারাপ লাগবে না৷ আরও পড়ুন: প্রশ্ন ফাঁসের জেরে শিক্ষামন্ত্রীর বাড়িতে হাজির পর্ষদ সভাপতি আর, সমাজতাত্ত্বিক অভিজিৎ মিত্র বলেন, আমি এটাকে খুব অন্যায় মনে করি৷ মিছিলে সমাবেশ হয় সেটা এক জিনিস৷ কিন্তু অস্ত্র কেন? এটা একেবারেই গ্রহণযোগ্য নয়৷ আমি মনে করি এটাকে আইনত নিষিদ্ধ করে দেওয়া উচিত৷ কারণ ছেলেমেয়েরা এমনিতেই নানাভাবে নানা বিষয়ের সম্মুখীন হচ্ছে৷ তারা নানা ধরনের নৃশংসতার মুখোমুখি হচ্ছে৷ তার পর যদি তাদের অস্ত্র নিয়ে রামনবমীতে যোগ দিতে হয়, তা একটি বাজে বার্তা বহন করে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/০৯:৪৩/২৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2G8rttm
March 26, 2018 at 03:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন