কলকাতা, ২৬ মার্চ- জলপাইগুড়িতে সময়ের আগে প্রশ্নপত্র খোলার অভিযোগ উঠেছে সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে৷ শনিবার সেই ঘটনার তদন্তে হস্তক্ষেপ করার কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ যে কারণে, সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও অন্যান্য আধিকারিকদের শিক্ষা দফতরে তলবও করেন তিনি৷ কিন্তু তার আগেই রবিবার সকালে শিক্ষামন্ত্রীর বাড়িতে পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গেলেন৷ এমনই জানা গিয়েছে৷ শনিবার, ২৪ মার্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল, যে জলপাইগুড়ির প্রশ্ন ফাঁসের কাণ্ডে তিনি ক্ষুব্ধ৷ ওই দিন তিনি এমনই জানান, শিক্ষা দফতর এ বার তদন্তে হস্তক্ষেপ করবে৷ তাঁর এমন বক্তব্য অনুযায়ী, পর্ষদের সভাপতিকে সোমবার তিনি তলব করেছেন বলেও জানা গিয়েছে৷ কিন্তু, জানা গিয়েছে, রবিবার সকালে শিক্ষামন্ত্রীর বাড়িতে হাজির হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ সেখানে জলপাইগুড়ি প্রশ্ন ফাঁসের কাণ্ডে তদন্তের রিপোর্ট জমা করেন তিনি৷ সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পর্ষদের সভাপতি৷ আরও পড়ুন: তৃণমূলী হানায় ভাঙন অব্যাহত কংগ্রেসে, মমতার দুয়ারে আরও তিন বিধায়ক অপেক্ষায় যদিও, এই বিষয়ে এ দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে এই রকম কেউ আসেননি৷ এই বিষয়ে জানতে চেয়ে পর্ষদের সভাপতির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়৷ কিন্তু, তাঁর কোনও বক্তব্য মেলেনি৷ এ দিকে, জলপাইগুড়ির প্রশ্ন ফাঁসের কাণ্ডে কোনও ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, তা জানার জন্য অপেক্ষায় রয়েছে বিভিন্ন মহল৷ সোমবার, এই বিষয়ে পর্ষদের তরফে কোনও সিদ্ধান্তের কথা জানানো হবে কি না, সেই বিষয়েও বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের জল্পনা চলছে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/০৯:৩৫/২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IQTnfa
March 26, 2018 at 03:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top