পড়ুয়াদের মারধরের অভিযোগে বিক্ষোভ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে

জলপাইগুড়ি, ১৬ মার্চঃ দুই ছাত্রকে মারধরের অভিযোগ উঠল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ক্লাস বয়কট করে কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।

বৃহস্পতিবার কলেজের হস্টেলে প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের মধ্যে বচসা বেধেছিল। বিষয়টি মিটমাটের জন্য কয়েকজন অধ্যাপক সেখানে যান। সেই সময় কম্পিউটার সায়েন্স বিভাগের এইচওডি দু’জন ছাত্রকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, ‘এমন কোনও ঘটনা ঘটেনি। তবুও আমরা বিষয়টি দেখছি। ছাত্রদের সঙ্গে আলোচনায় বসব।’

সংবাদদাতাঃ সৌরভ দেব



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tOGcrw

March 16, 2018 at 12:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top