ডাক্তারের পরিচয়ে এসি মেকানিক, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

কলকাতা, ১৬ মার্চঃ অ্যাম্বুল্যান্সে চিকিত্সক পরিচয়ে এসি মেকানিক। তার জেরেই মৃত্যু হল অ্যাম্বুল্যান্সে থাকা অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীর।

বীরভূমের নলহাটির নসিপুর গ্রামের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী অরিজিৎ দাস বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার রাতে অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হচ্ছিল তাকে। পরিবারের দাবি, নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিত্সক হিসেবে সরফরাজউদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সের সঙ্গে পাঠায়। তার বিরুদ্ধে অভিযোগ, রাস্তায় রোগীর অবস্থার অবনতি হলেও সরফরাজউদ্দিন কিছুই করেননি। এরপর ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সরফরাজউদ্দিন নিজেকে এসি মেকানিক বলে পরিচয় দেন। এরপরই ওই কিশোরের পরিবার নার্সিংহোম কর্তৃপক্ষ, সরফরাজউদ্দিন ও অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে । গ্রেফতার করা হয় সরফরাজউদ্দিন ও অ্যাম্বুল্যান্সের চালককে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GxwCMq

March 16, 2018 at 12:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top