শিলিগুড়ি, ২২ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের মেয়র অসোক ভট্টাচার্যের পেশ করা ২-১৮-১৯ আর্থিক বাজেটকে শর্তসাপেক্ষ সমর্থন করল কংগ্রস। ২২জন বাম এবং ৪জন কংগ্রেস কাউন্সিলারের সমর্থন নিয়ে এবারের মত পাস হয়ে গেল শিলিগুড়ি পুনিগমের বাজেট।
শুধুমাত্র শিলিগুড়ি পুরনিগম এলাকার উন্নয়নমূলক কাজের শর্তে পুরনিগমের বাজেটকে সমর্থন করেনি কংগ্রেস। সূত্রের খবর, এর পেছনে অন্য শর্ত থাকতে পারে। কিছুদিনের মধ্যেই বাম-কংগ্রেস পুরবোর্ড দেখতে পারেন শিলিগুড়িবাসী। কোনোপক্ষই এখনও বিষয়টি স্বীকার না করলেও রাজনৈতিক মহলের ধরণা, বোর্ডকে বাঁচাতে যখন প্রতিমুহূর্তে কংগ্রেসের সমর্থনের প্রয়োজন হয়ে পড়েছে তখন কংগ্রেসকেও কয়েকটি পদ দেওয়ার কথা ভাবতে পারে বামেরা।
তবে এদিন ভোটাভুটের সময় ভোটদান তেকে বিরত থাকেন বিজেপি কাউন্সিলাররা। শুক্লা দেব বাদে তৃণমূলের ১৭ জন কাইন্সিলার বাজেটের বিরোধিতা করেন।তবে সংখ্যাগরিষ্ঠতা থাকায় পাস হয়ে যায় বাজেট। তবে এই দিনটিকে কালো দিন হিসেবে মনে করছে তৃণমূল কংগ্রেস। ঘটনার নিন্দা করে বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, ‘কংগ্রেসের কয়েকজন নেতা এদিন অনৈতিক কাজ করেছেন। নৈতিকতার পরাজয় হল। সিলিগুড়ির উন্নয়নকে থমকে দেওয়া হল।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GdhK8p
March 22, 2018 at 10:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন