কলকাতা, ২২ মার্চঃ অর্জুন পুরস্কারপ্রাপ্ত রাজ্যের টেবিলটেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের হয়েছে। এক নাবালিকা টেবিলটেনিস খেলোয়াড়কে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ ওঠে সৌম্যজিতের বিরুদ্ধে। এদিন ওই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নথিভুক্ত করেন উত্তর ২৪ পরগনার বারাসত আদালতের ম্যাজিস্ট্রেট। এর আগেই ওই মেয়েটির শারীরিক পরীক্ষাও করানো হয় বারাসত সদর হাসপাতালে। অভিযোগকারিণীর বক্তব্য, ২০১৫ সালে টেবিলটেনিস খেলার সুবাদেই তার সঙ্গে আলাপ হয়েছিল সৌম্যজিৎ ঘোষের। সেই আলাপ থেকেই ঘনিষ্ঠতার সৃষ্টি হয়।
ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সৌম্যজিতের বাবা বলেন, যে অভিযোগগুলো করা হয়েছে তা সর্বৈব মিথ্যা এবং তাঁর ছেলে যখনই কোনো বড়ো প্রতিযোগিতার সম্মুখীন হয় তখনই ওই মেয়েটির পরিবারের পক্ষ থেকে নানান অভিযোগ তুলে তাকে ব্ল্যাকমেল করা হয়। তাঁর অভিমত, উপযুক্ত তদন্ত হলে পুরো বিষয়টি প্রকাশ্যে চলে আসবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GdZYln
March 23, 2018 at 12:02AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন