জোহানেসবার্গ, ৩০ মার্চ- শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সিরিজে এরই মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা। এই টেস্টটি জিতলে বা ড্র করলে প্রথমবারের মতো ঘরের মাঠে অজিদের বিপক্ষে কোন টেস্ট সিরিজ জেতার রেকর্ড গড়বে স্বাগতিকরা। আর সিরিজ হার এড়াতে বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার সামনে জয়ের কোন বিকল্প নেই। বিশ্বের দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর এই সিরিজটি এরই মধ্যে ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। তবে কোন গৌরবের জন্য নয়। ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায় রচিত হয়েছে এই সিরিজের তৃতীয় টেস্টে। তিন অস্ট্রেলিয়র হাত ধরে। তার আগেই অবশ্য উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছিল। ডারবানের প্রথম টেস্টে প্লেয়ার্স টানেলে কুইন্টন ডি ককের সাথে ডেভিড ওয়ার্নারের অপ্রীতিকর আচরণ। তার আগে মাঠে এবি ডি ভিলিয়ার্সকে রান আউট করে নাথান লায়ন ও ওয়ার্নারের বুনো উল্লাস দুই দলের উত্তেজনাকে শুরুতেই বাড়িয়ে দিয়েছিল। এর জন্য লায়ন ও ওয়ার্নারকে শাস্তিও পেতে হয়েছে। টেস্টটি অবশ্য ১১৮ রানের ব্যবধানে জিতে নিয়েছিল সফরকারীরা। পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্টের কেন্দ্রে ছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। একই সাথে হিরো এবং ভিলেনও। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে দলকে এনে দিয়েছিলেন জয়। আবার মাঠে ওয়ার্নার ও স্টিভেন স্মিথের সাথে আগ্রাসী আচরণ করে আইসিসির শাস্তি পেতে হয়েছিল তাকে। প্রথমে এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পরে আপিলে সেখান থেকে মুক্তি মেলে এ পেসারের। টেস্টটি ৬ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা। আরও পড়ুন:নিজের অপরাধ স্বীকার করছি এবং ক্ষমা চাচ্ছি এরপর কেপ টাউনের সেই টেস্ট। তুমুল উত্তেজনার সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল পড়ল বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে। আর যার হোতা কিনা ক্যামেরন ব্যানক্রফট। তবে তা অনুমোদন দিয়েছিলেন স্বয়ং স্মিথ। যিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেই সময়ে দলের অধিনায়ক। আর তাতে সমর্থন ছিল সেই সময় তার ডেপুটি ওয়ার্নারেরও। কিন্তু ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে যায়। আইসিসির শাস্তির মুখে পড়তে হয় স্মিথ ও ক্যামেরনকে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আরো নির্দয় হয় তাদের প্রতি। স্মিথ ও ওয়ার্নারকে ১ বছরের জন্য আর ক্যামেরনকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। অজিদের কালিমালিপ্ত টেস্টটি ৩২২ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আরও পড়ুন:বল টেম্পারিং : অস্ট্রেলিয়া কোচের আকস্মিক পদত্যাগ জোহানেসবার্গ টেস্টের আগে ঘটে গেছে নানা ঘটনা। অস্ট্রেলিয়া দলে নেই স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোচ ড্যারেন লেম্যানও। চতুর্থ টেস্টে এরকমই একটি বিধ্বস্ত অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন টিম পেইন। তার সামনে সিরিজ জয়ের প্রেরণায় উদ্দীপ্ত দক্ষিণ আফ্রিকা। এই টেস্ট দিয়েই ক্যারিয়ারের সমাপ্তি টানবেন দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল। প্রিয় সতীর্থকে জয় দিয়েই বিদায় জানানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। আলোচিত-সমালোচিত ও উত্তেজনায় ঠাঁসা এ সিরিজে হয়তো নতুন কোন বিস্ময় অপেক্ষা করছে ওয়ান্ডারার্সে। সূত্র: পরিবর্তন এমএ/ ১১:১১/ ৩০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pPJeY1
March 30, 2018 at 05:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন