১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পাকিস্তানে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত এ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করতে হিমশিম খেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। নিরাপত্তার কারণে অনেক সিনিয়র খেলোয়াড়ই পাকিস্তানে যেতে রাজি হননি। পাকিস্তানে না যাওয়ার দলে আছেন অধিনায়ক জেসন হোল্ডার ও ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটার। ফলে সেরা খেলোয়াড়দের বাদ দিয়েই পাকিস্তান সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে জার্মানি জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলা মাত্র ৪ জন খেলোয়াড় আছেন স্কোয়াডে। গেইল-হোল্ডার ছাড়াও দলে নেই দেবেন্দ্র বিশু, শাই হোপ, কার্লোস ব্রেথওয়েট,অ্যাশলি নার্সের মতো নিয়মিত খেলোয়াড়রা। অভিজ্ঞদের মধ্যে আছেন শুধু মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন ও স্যামুয়েল বদ্রি। আর অনভিজ্ঞ এ দলটিকে নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। স্কোয়াডে এসেছে দুই নতুন মুখ আন্দ্রে ম্যাককার্থি ও ওডিয়েন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন মোহাম্মদ (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে ম্যাককার্থি, কেমো পল, ভেরাসামি পেরমল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস, ওডিয়েন স্মিথ, চাদউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস। এআর/১১:০৫/৩০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GnISy9
March 30, 2018 at 05:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top