ওয়াশিংটন ডিসি, ২৯ মার্চ- ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের মেয়র মুরিয়েল বোসার। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ২২ মিনিটে দেয়া এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার সন্ধ্যায় স্বাধীনতা দিবস উদযাপনের সময় মুরিয়েল বোসারের পক্ষ থেকে এক প্রতিনিধি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের দূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানান। এক বিবৃতিতে মুরিয়েল বোসার বলেন, এদিন বাংলাদেশের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে। তিনি বলেন, মার্কিন স্বরাষ্ট্র দপ্তর ইতোমধ্যে বাংলাদেশকে গণতান্ত্রিক, সহনশীল, বহুত্ববাদী এবং মধ্যপন্থি জাতির দেশ হিসেবে বিশ্বের কাছে উল্লেখ করেছে। ওয়াশিংটনের মেয়র বলেন, কলম্বিয়া জেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখছে বাংলাদেশ দূতাবাস। এই বিশেষ দিনে বাংলাদেশ অ্যাম্বাসেডর ও জনগণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি এখানে ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করছি। এর আগে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৯ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pPHduV
March 29, 2018 at 11:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন