মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সুরমা টাইমস ডেস্ক::      মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৮শে মার্চ) পাহাঙ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ফরহাদ হোসেন ও আরেকজন রফিকুল ইসলাম। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর শাহেদুল ইসলাম এই তথ্য জানান।

তিনি ফোনে বলেন, “৬ জন বাংলাদেশি কর্মী একটি মাইক্রোবাসে করে যাওয়ার সময় পাহাঙ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বাকি ৪ বাংলাদেশি আশঙ্কামুক্ত আছেন।”

দেশটির পুলিশ সূত্রমতে জানা গেছে- মালয়েশিয়ান গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। যে ২ জন মারা গেছেন তারা বৈধ কর্মী ছিলেন। তারা যে কোম্পানিতে কাজ করতেন তাদের সঙ্গে যোগযোগ করা হয়েছে। নিহতদের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2pOyObj

March 29, 2018 at 08:42PM
30 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top