কলকাতা, ৮ মার্চঃ আলিপুর মাল্টিপারপাস স্কুলে পড়ুয়াদের লজেন্সের প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্যে ডেকে পাঠানোর অভিযোগ উঠল স্কুলের নিরাপত্তারক্ষী রামেশ্বর সিংহের বিরূদ্ধে। এই অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে আলিপুর মাল্টিপারপাস গার্লস স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ জানানো সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে ঘিরেও চলেছে বিক্ষোভ। অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন অভিভাবকরা। তাকে আটক করা হয়েছে। পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগে মারধর করা হয়েছে তার স্ত্রীকে। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের এখনওকোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Fysw8W
March 08, 2018 at 02:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন