শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচির আগেই বিজেপি-তৃণমূল সংঘর্ষ

কলকাতা, ৮ মার্চঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কেওড়াতলা মহাশ্মশানে। বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা।

বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লাগিয়ে দেয় কয়েকজন যুবক। তারপরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেন, বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির দুগ্ধাভিষেক করা হবে।

এদিন সকালে কেওড়াতলা মহাশ্মশানে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। শুরু হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে দুধ দিয়ে স্নান করানো। অভিযোগ, সেইসময়ই তৃণমূল কংগ্রেস কর্মীরা চড়াও হন বিজেপি কর্মী-সমর্থকদের উপর। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সামলাতে রাসবিহারী মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FonH2E

March 08, 2018 at 03:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top