ময়মনসিংহে এক বহুতলে বিস্ফোরণে নিহত এক, আহত তিন  

ঢাকা, ২৫ মার্চঃ ময়মনসিংহের ভালুকায় মাষ্টারবাড়ি এলাকায় শনিবার রাত দেড়’টা নাগাদ একটি ছ’তলা ভবনের তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনায় একজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর রয়েছে৷ বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

জানা গিয়েছে, হতাহতরা সকলেই খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। ১০ দিন আগে এই ছয় তলা ভবনের তিন তলায় ভাড়া নেয় তারা।

তউহিদুল ইসলামের মৃতদেহ এখনও ঘটনাস্থলেই রয়েছে। গুরুতর আহত অবস্থায় হাফিজ এবং দীপ্ত সরকারকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ঢাকা থেকে বম্ব ডিস্পোজাল টিমের সদস্যরা ভালুকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমন ঘটনা ঘটতে পারে। তবে বম্ব ডিস্পোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে না পৌঁছনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ভবনটি একেবারেই নতুন। ভবনটির নাম আরএস টাওয়ার। বিল্ডিংয়ের মালিক আব্দুর রজ্জাককে জেরা করা হবে বলে জানানো হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G9fkUK

March 25, 2018 at 01:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top