স্মিথকে অধিনায়ক পদ থেকে সরানোর দাবি ক্রিকেটপ্রেমীদের

কেপটাউন, ২৫ মার্চঃ ব্রেনফেডের পর বল ট্যাম্পারিং। স্টিভ স্মিথের বিরুদ্ধে বিতর্ক শেষ হচ্ছে না। স্মিথকে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের অধিনায়কের পদ থেকে সরানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে স্মিথকে এখনই সরানো হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কেপটাউনে তৃতীয় টেস্টে বল বিকৃতির অভিযোগ ওঠে ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে। এই ধরনের অভিযোগ নতুন নয়। কিন্তু তারপরেই টুইস্ট। সাংবাদিক বৈঠকে স্মিথ জানান, তিনি ও দলের লিডারশিপ গ্রুপ বল বিকৃতির কথা জানতেন। এরপরই স্মিথের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা। একের পর এক টুইট আছড়ে পড়তে থাকে স্মিথকে উদ্দেশ্য করে। অধিনায়ক হয়ে তিনি কিভাবে এই কাজ সমর্থন করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। ঘটনার দায়  স্বীকার করে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শও দেন অনেকে। তবে এখনও আইসিসি কোনো বিবৃতি না দিলেও ওয়াকিবহাল মহলের ধারণা, এই ঘটনায় বড় শাস্তি হতে পারে অসি ক্যাপ্টেনের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G2y8sY

March 25, 2018 at 12:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top