অভিনেতা ফারুক শেখকে শ্রদ্ধা গুগল ডুডলের

মুম্বই, ২৪ মার্চঃ আজকের গুগল ডুডল কিংবদন্তী অভিনেতা ফারুক শেখকে অর্পন করা হয়েছে। ২৫ মার্চ অভিনেতার ৭০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল।

‘চশমে বদ্দুর’, ‘নুরি’, ‘শতরঞ্জ কি খিলাড়ি’, এবং ‘উমরাও জান’এর মতো ছবিতে তাঁর অভিনয়ে আজও গুণমুগ্ধ সকলে। ১৯৪৮ সালের ২৫ মার্চ তিনি গুজরাতে জন্মগ্রহণ করেন। মাত্র ৬৫ বছর বয়সে ২৭ ডিসেম্বর ২০১৩ সালে হার্ট অ্যাটাকে দুবাইতে মৃত্যু হয় তাঁর।

১৯৭৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত হিন্দি চলচিত্রে অভিনয় করেন। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত কাজ করেন টেলিভিশনেও।

টেলিভিশনে জনপ্রিয় টক শো ‘জিনা ইসিকা নাম হ্যা’র উপস্থাপক ছিলেন তিনি। চমৎকার নামে একটি টিভি শো’তে অভিনয়ও করেছেন। ‘তুমহারি অমৃতা’ নাটকে গীতিকার সাহির লুধিয়ানভির চরিত্রে অভিনয় করেন তিনি।

আজকের ডুডল সম্পর্কে বিস্তারিতভাবে বলতে গিয়ে গুগল লেখে, ফারুক শেখকে চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য শ্রদ্ধা জানাতে আজকের ডুডল তৈরি করা হয়েছে। ৭০ এর দশকের ছবির পোস্টারের আদলে নিমিত মালব্যের হাতে আঁকা আজকের ডুডল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pF6Td7

March 25, 2018 at 12:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top