নয়াদিল্লি, ২৫ মার্চঃ ফেসবুকের পাঁচ কোটি গ্রাহকের তথ্য চুরি করে তা ভোটের প্রচারে ব্যবহারের কথা জানাজানি হওয়ার পরই তোলপাড় হচ্ছে বিশ্ব। মুখ পুড়েছে ফেসবুকের। মার্ক জুকেরবার্গ ক্ষমা চেয়েও রেহাই মেলেনি। শুরু হয়েছে #DeleteFacebook-এর প্রচার। এবার একই ধাঁচে #DeleteNaMoApp-এর প্রচার শুরু করেছে কংগ্রেস। টুইটারে বেশ জনপ্রিয়ও হয়েছে এই হ্যাশট্যাগটি। ফেসবুকের মতোই ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়াবহ অভিযোগ উঠেছিল দেশের প্রধানমন্ত্রীর অ্যাপের বিরুদ্ধে ৷ তাই সেই ইস্যু নিয়েই প্রতিবাদ জানাতে ময়দানে নেমেছেন কংগ্রেস নেতা শশী থারুর এবং সঞ্জয় ঝা ৷ অভিযোগ, নরেন্দ্র মোদি অ্যাপে ফাঁদ পেতেছে আমেরিকান সংস্থা ক্লেভার ট্যাপ ৷ নরেন্দ্র মোদি অফিসিয়াল অ্যাপটিতে কোনও ব্যক্তি প্রোফাইল তৈরি করলেই তাঁর সমস্ত ব্যক্তিগত তথ্য ক্লেভার ট্যাপ সংস্থার নাগালে চলে আসে ৷ পাশাপাশি ফোনের অপারেটিং সিস্টেমসহ যাবতীয় তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ওই সংস্থার কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় ৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G4W92N
March 25, 2018 at 11:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন