ফেসবুকের পর এবার #DeleteNaMoApp

নয়াদিল্লি, ২৫ মার্চঃ ফেসবুকের পাঁচ কোটি গ্রাহকের তথ্য চুরি করে তা ভোটের প্রচারে ব্যবহারের কথা জানাজানি হওয়ার পরই তোলপাড় হচ্ছে বিশ্ব। মুখ পুড়েছে ফেসবুকের। মার্ক জুকেরবার্গ ক্ষমা চেয়েও রেহাই মেলেনি। শুরু হয়েছে #DeleteFacebook-এর প্রচার। এবার একই ধাঁচে #DeleteNaMoApp-এর প্রচার শুরু করেছে কংগ্রেস। টুইটারে বেশ জনপ্রিয়ও হয়েছে এই হ্যাশট্যাগটি। ফেসবুকের মতোই ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়াবহ অভিযোগ উঠেছিল দেশের প্রধানমন্ত্রীর অ্যাপের বিরুদ্ধে ৷ তাই সেই ইস্যু নিয়েই প্রতিবাদ জানাতে ময়দানে নেমেছেন কংগ্রেস নেতা শশী থারুর এবং সঞ্জয় ঝা ৷ অভিযোগ, নরেন্দ্র মোদি অ্যাপে ফাঁদ পেতেছে আমেরিকান সংস্থা ক্লেভার ট্যাপ ৷  নরেন্দ্র মোদি অফিসিয়াল অ্যাপটিতে কোনও ব্যক্তি প্রোফাইল তৈরি করলেই তাঁর সমস্ত ব্যক্তিগত তথ্য ক্লেভার ট্যাপ সংস্থার নাগালে চলে আসে ৷ পাশাপাশি ফোনের অপারেটিং সিস্টেমসহ যাবতীয় তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ওই সংস্থার কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় ৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G4W92N

March 25, 2018 at 11:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top