আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কয়েকমাস পরই আবার ইতালি দলে ফিরেছেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এ কিংবদন্তীকে রেখেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে আজ্জুরিরা। বিশ্বকাপে ওঠতে ইতালির ব্যর্থতার পর চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪০ বছর বয়সী বুফন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না ২০০৬ বিশ্বকাপ জয়ী। জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারটা আরেকটু লম্বা করতে চান জুভেন্টাস আইকন। তাই তো তাকে দলে রাখা। আরও পড়ুন: আমি স্বার্থপর নই : মেসি ১৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বুফনকে আবারো দেখা যাবে ইতালির গোলবারের নিচে। সব ঠিক থাকলে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে প্রত্যাবর্তন হবে তার। বুফন বর্তমানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের গোলবার সামলাচ্ছেন। আগামী ২৩ মার্চ ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে আলবেসিলিস্তেদের মোকাবিলা করবে ইতালি। চারদিন পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/২০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DGjDVz
March 21, 2018 at 05:39AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন