কলকাতা, ২৭ মার্চ- বর্ধমানের পর আরও সাতটি ট্রমা কেয়ার সেন্টার চালু করতে চলেছে রাজ্য সরকার৷ এরমধ্যে পাঁচটি ট্রমা সেন্টারই পুজোর আগে চালু হয়ে যাবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে৷ পথ দুর্ঘটনাগ্রস্তদের বাঁচাতে জাতীয়, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার উপর আটটি ট্রমা সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলির মধ্যে ছটি ট্রমা সেন্টার তৈরির অর্থ বহন করবে কেন্দ্র-রাজ্য যৌথভাবে। বাকি দুটির পুরো অর্থভার রাজ্যের। এরমধ্যে সোমবার পূর্ব বর্ধমান জেলায় ট্রমা সেন্টার উদ্বোধন হল৷ প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে লেভেল টু ট্রমা সেন্টারের উদ্বোধন করলেন বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সুকুমার বসাক৷ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আরও পাঁচটি ট্রমা সেন্টার হবে পিজি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, খড়গপুর, আসানসোল এবং ইসলামপুরে। পুরোপুরি রাজ্যের টাকায় ট্রমা সেন্টার হচ্ছে সিঙ্গুর ও আমতলায়। বর্ধমান ছাড়াও উত্তরবঙ্গ এবং সিঙ্গুর, এই দুটি ট্রমা সেন্টার লেভেল টু পর্যায়ের। অন্যদিকে, খড়গপুর ও ইসলামপুর হাসপাতালের ট্রমা সেন্টারটি লেভেল তিন পর্যায়ের। সবচেয়ে বড় ট্রমা সেন্টারটি হচ্ছে পিজিতে। এগুলির মধ্যে শুধুমাত্র যন্ত্রপাতি কিনতে সরকারের খরচ হবে অনুমানিক ৩০-৪০ কোটি টাকা। বড় ট্রমা সেন্টারগুলির শুধু বাড়িঘর বানাতে খরচ হবে চার থেকে পাঁচ কোটি টাকা করে। আরও পড়ুন: বিবিআইএন চুক্তি বাস্তবায়ন হলে বৈপ্লবিক পরিবর্তন আসবে জানা গিয়েছে, পিজি ও আমতলা বাদে বাদবাকি সব কটির কাজ অনেকটাই শেষের মুখে। দিন পনেরো বাদে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হবে সেখানকার ট্রমা সেন্টারটি। তারপর একে একে বাকি ট্রমা কেয়ারগুলোর দরজা খুলবে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/০৯:৩৩/২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GhYMKg
March 27, 2018 at 03:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top