কলকাতা, ২৭ মার্চ- ৬০ বছরের যাতায়াত শেষ পর্যন্ত অব্যাহতই রাখলেন নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র! আদালতকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ৫৭ নম্বর যতীন দাস রোডের ভাড়া বাড়িতে আবার যাতায়াত শুরু করলেন তাঁর নাট্যদল সুন্দরমের সদস্যরা৷ দিন কয়েক আগে বাড়িওয়ালার পক্ষ থেকে সুন্দরমের জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় বাড়ি ভাড়া না দেওয়ার অভিযোগও উঠেছে৷ অন্যদিকে, এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেশ কয়েকজন নাট্যব্যক্তিত্ব এবং বহু থিয়েটারকর্মী মনোজ মিত্রর পাশে রয়েছেন বলে জানানো হয়েছে৷ যার জেরে, রবীন্দ্র সরোবর থাকায় ওই বাড়িওয়ালার বিরুদ্ধে তাঁদের অনেকে মিলে সম্মিলিত অভিযোগও করেন৷ আর, এই ধরনের পরিস্থিতির মধ্যেই, গতকাল, রবিবার থেকে ওই বাড়িতেই ফের যাতায়াত শুরু করেছেন সুন্দরমের সদস্যরা৷ সোমবার এই বিষয়ে ওই বাড়িওয়ালা সপ্তর্ষি বসুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, সুন্দরমের লোকজন আবার এসে রিহার্সাল শুরু করেছেন। আর কিছু বলে লাভ নেই। এ সব হাই প্রোফাইল ব্যাপার। এর আগে সপ্তর্ষি বসু জানিয়েছিলেন, আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ করা হয়েছে। তা হলে সুন্দরমের সদস্যরা ফের ওই বাড়িতে কীভাবে যাতায়াত শুরু করলেন? তিনি বলেন, এখন আমরা যা করব, উকিলের পরামর্শ মেনে করব। কোর্টের ফলাফল অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা নেই। আরও পড়ুন: রাজ্যে আরও সাতটি ট্রমা কেয়ার সেন্টার চালু হচ্ছে যদিও, মনোজ মিত্র আগে এমনই জানিয়েছিলেন, তিনি কিছু জানতেন না৷ আদালতের নির্দেশ গোপন রেখে, সম্পূর্ণ তাঁর অজান্তে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সুন্দরমের জিনিসপত্র লন্ডভন্ড করা হয়েছে। তাঁর কথায়, আমরা হয়তো বাড়ি ভাড়া কম দিয়েছি। কিন্তু তার জন্য এত দিনের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হবে! শুধুমাত্র তাই নয়৷ মনোজ মিত্র বলেন, বাড়িওয়ালা ওয়াশরুমের দরজা খুলে নিয়েছিলেন। রিহার্সালের সময় আমাদের দলের মেয়েদের খুব অসুবিধা হতো। তাই কিছু দিন ধরে আমরা অন্যত্র রিহার্সাল করছিলাম। তার মানে এই নয়, আমরা বাড়ি ছেড়ে দিয়েছি। সোমবার একই সঙ্গে মনোজ মিত্র বলেন, গত কাল থেকে সুন্দরমের সদস্যরা ওই বাড়িতে আবার যাতাযাত শুরু করেছেন। জিনিসপত্র সব গোছানো হয়েছে। আমাদের দলের ছেলেরা উকিলের সঙ্গে কথা বলেছেন। আদালতেই এর মীমাংসা হবে। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/০৯:৪২/২৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IWR2iE
March 27, 2018 at 03:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন