মেলবোর্ন, ২৫ মার্চঃ আরও বিপাকে পড়লেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ স্মিথ। বল বিকৃতি কান্ডের পর তাঁকে অধিনায়ক পদ থেকে সরাতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নির্দেশ দিল অস্ট্রেলিয়া সরকার। অসি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেন সেদেশের স্পোর্টস কমিশনের প্রধান। এরপরই ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়, যাতে স্মিথ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। অসি প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। রবিবার টার্নবুল বলেন, কেপটাউন টেস্টে যা হয়েছে তা যথেষ্ট শকিং। গোটা দল বল বিকৃতিতে জড়িত, এটা ভাবাই যায় না। তিনি আরও বলেন, ব্যাগি গ্রিনের সম্মান অনেক বড়ো বিষয়। অসি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে তাঁর এবং তিনি আশা করেন বোর্ড বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবে। বল বিকৃতি নিয়ে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও। এর আগে নিজের দোষ স্বীকার করলেও অধিনায়ক পদ ছাড়বেন না বলে জানিয়েছিলেন স্মিথ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G9psNx
March 25, 2018 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন