“সালুটিকরের ঘটনা ন্যক্কারজনক– জেলা প্রশাসক”

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট ::   সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার মসজিদের জায়গার মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ শনিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, আবুল হাসনাত প্রমুখ।

ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা প্রশাসক নুমেরী জামান সাংবাদিকদের বলেন, ‘সামান্য বিষয় নিয়ে যে ঘটনা ঘটেছে, তা ন্যক্কারজনক। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে আহবান জানিয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, আজ শনিবার সকাল ৭টার দিকে সালুটিকর বাজার মসজিদের জায়গার মালিকানা নিয়ে বহর গ্রাম ও মিত্রিমহল গ্রামের জনতার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মনাই মিয়া (৩৫) ও রুমেল (২৫) নামের দুজন নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছেন।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2DOPxzf

March 24, 2018 at 09:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top