শিবগঞ্জে তরুণ-যুব ও জেষ্ঠ্য-অভিজ্ঞ জনগোষ্ঠিদের মতবিনিময় সভা

যুব-তরুণ ও বয়স্ক নাগরিকদর সম্মিলনে দূর হবে উগ্রপন্থা –গড়বে সহনশীল শান্তিকামী দেশ এশোগানকে সামনে রেখে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও রূপান্তর খুলনার সহযোগিতায়  আন্ত:সম্পর্ক উন্নয়নে তরুন-যুব ও জেষ্ঠ্য -অভিঞ্জ জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক তরুন- যুব ও জেষ্ঠ্য -অভিজ্ঞ জন গোষ্ঠীর মতবিনিনময় সভা  ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টা দিতে দুপুর ১২টা পর্যন্ত  শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সমন্বয়কারী ও হাজী এশান আলি কারিগরি কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন কর্মসূচি পরিদর্শন ও বাস্তবায়নের ল্েয সুইজারল্যান্ডের জেনেভা থেকে আগত জিসিইআর  এর সিনিয়র গ্র্যান্টস অফিসার হেলেন ফিন্ডিং, গ্র্যান্টস অফিসার লিলা স্কুমিতকি-লোগান ও যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি দলের সদস্য মিসেস স-ুব্রিজ এবং মি. ক্রিস ফিশার। এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন হুমায়ূন রেজা উচ্চবিদ্যালয়, মনাকষা আনক হাজী এশান আলি কারিগরি কামিল মাদ্রাসা, মনাকষা আনক হাজী শরীফ আহমেদ কারিগরি উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং মনাকষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক ও শিার্থী, ব্যবসায়ী, যুবক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রায় ৬০জন সংলাপে অংশ গ্রহন করেন। মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠানে তরুন-যুব ও জেষ্ঠ্যদের আন্তুসম্পর্ক উন্নয়নের েেত্র  গুরুত্বপুর্ন আলোচনা হয়। সংলাপ অনুষ্ঠানে রূপান্তরে প থেকে উপস্থিত ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, রূপান্তরের মনিটরিং অফিসার প্রীতম মুস্তাফিজ,বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার মনিটরিং অফিসার রায়হান আলি ও শিবগঞ্জ ্উপজেলা ফিল্ড অফিসার তোহিদুল আলম টিয়া প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৯-০৩-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2pqnZuR

March 19, 2018 at 04:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top