কলকাতা, ২১ মার্চ- প্রথমে মাইক্রোস্কোপ চুরি ও সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলকে কালি৷ দুটি ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তার জেরে, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এ বার অত্যাধুনিক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা চালু হতে চলেছে এই বিশ্ববিদ্যালয়ে৷ মঙ্গলবার এমনই জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার৷ তিনি জানিয়েছেন, বিভিন্ন আধুনিক প্রযুক্তিযুক্ত এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে কে ঢুকছেন বা বেরোচ্ছেন তা তো জানা যাবেই৷ এর পাশাপাশি, কোনও এক ব্যক্তির ছবির সঙ্গে অন্য কোনও ব্যক্তির ছবির মরফিন করে দেখার ব্যবস্থাও থাকছে এই অত্যাধুনিক ব্যবস্থায়৷ এর জন্য আলাদা করে তৈরি হচ্ছে সার্ভার রুম৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে৷ এই সংখ্যা বাড়িয়ে প্রায় ১০০টি করা হবে৷ জানা গিয়েছে, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ভারতের কোথাও নেই৷ শুধুমাত্র বিদেশের বড় বড় ইন্টেলিজেন্স এজেন্সিগুলিতে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে৷ গত সোমবার বিশ্ববিদ্যালয় খোলার পরই নিরাপত্তারক্ষী ও পড়ুয়াদের নজরে আসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ফলকে কালি মাখানো হয়েছে৷ ঘটনাটি জানার পরই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, তদন্তের জন্য কমিটিকে কোনও সময়সীমা দেওয়া হয়নি৷ তদন্ত শেষ হলেই রিপোর্ট জমা পড়বে৷ কমিটির রিপোর্ট ও পুলিশি তদন্তের যৌথ ফলাফলে যে বা যারা দোষী সাব্যস্ত হবে, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে৷ আরও পড়ুন: ইলেকট্রিক বাস চালু হচ্ছে কলকাতায় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে পাঁচ সদস্যের কমিটি৷ বর্তমানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও সন্দেহের তালিকায় রাখা হয়েছে৷ অন্যদিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলক কালিমালিপ্ত করার ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আসেন মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুব্রত বসু৷ গোটা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা৷ যারা এই কাজ করেছে তারা বিশ্ববিদ্যালয়ে নয়, নিজের মুখে কালি দিয়েছে৷ যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/০৯:৫৮/২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2G7sQM5
March 21, 2018 at 03:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top