কলকাতা, ২১ মার্চ- পরীক্ষা বানচাল করার জন্য পরিকল্পিত ভাবে চক্রান্ত করা হচ্ছে৷ বার বার প্রশ্ন ফাঁসের গুজব ও নকল প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার বিভিন্ন ঘটনার জেরে এমনই বললেন এ বার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ মাধ্যমিক পরীক্ষার পঞ্চম দিন৷ পরীক্ষা চলাকালীন মালদহের এনায়েতপুর হাইস্কুলের সেন্টার সেক্রেটারি ফোন করে জেলা কনভেনারকে জানান, হোয়াটসঅ্যাপ মাধ্যমে ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে পড়েছে৷ তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছিল ওই প্রশ্নপত্রটি৷ পরীক্ষার শেষে দেখা যায়, ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে এই বছরের প্রশ্নপত্রের৷ ওই দিন পর্ষদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে, ওই ঘটনাকে গুজব বলে জানিয়েছিলেন সভাপতি৷ মাধ্যমিক পরীক্ষার সপ্তম দিনেও উঠেছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ৷ ওই দিন সকালে জানা যায়, ২০১৮-র জীবনবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপে৷ মঙ্গলবার সকাল ১০.৩০ নাগাদ বিষয়টি জানতে পারে পর্ষদ৷ সঙ্গে সঙ্গে শুরু হয় তদন্ত৷ প্রাথমিক তদন্তের পর পর্ষদের দাবি, ২০১৭-র সিলেবাস পরিবর্তনের পর পর্ষদ যে মডেল প্রশ্নপত্র বার করেছিল, ছড়িয়ে পড়া প্রশ্নপত্রটি সেই মডেল প্রশ্নপত্র৷ পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা শুরুর আগে এই ভাবে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার জেরে একই সঙ্গে উদ্বেগ এবং আতঙ্কে রয়েছেন যেমন বহু অভিভাবক৷ তেমনই, বহু পরীক্ষার্থীও উদ্বেগে রয়েছে৷ বহু শিক্ষকও চিন্তিত৷ তাঁরাও বুঝতে পারছেন না, এই ধরনের ঘটনার সম্মুখীন কেন হতে হচ্ছে? এই বিষয়ে পর্ষদের সভাপতির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনও একটা জায়গা থেকে আমাদের পরীক্ষা ব্যবস্থাকে দুর্নাম করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে৷ পরীক্ষা বানচাল করার জন্য চেষ্টা চলছে৷ আরও পড়ুন: দেশের প্রথম ডিজিটাল নিরাপত্তা চালু হচ্ছে প্রেসিডেন্সিতে তবে, এই ধরনের চেষ্টা যে কোনও ভাবেই সফল হবে না, তেমনই মনে করছেন পর্ষদের সভাপতি৷ গোটা ঘটনায় ক্ষুব্ধ পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কে বা কারা এ সব কাজ করেছে, তা জানা যাবে না৷ তবে দোষীরা ধরা পড়লে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে৷ একই সঙ্গে তিনি বলেন, কোনও একটা জায়গা থেকে চক্রান্ত করা হচ্ছে যাতে পরীক্ষাটা ঠিকঠাক ভাবে না হয়৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:০৫/২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u7YgwY
March 21, 2018 at 04:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top