কলকাতা, ২০ মার্চঃ পর্বতারোহণ সহ নানাবিধ রোমাঞ্চকর ক্রীড়া ও অভিযানে উত্সাহ দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। চলতি বছর থেকে পর্বতারোহণ কেন্দ্রে প্রশিক্ষণের জন্য আরও বেশি সংখ্যক মানুষকে বৃত্তি দেওয়া হবে। সরকারের দাবি, বাম আমলে যেখানে মাত্র দু’জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছিলেন, তাদের আমলে তা বৃদ্ধি হয়ে ২০ জন হয়েছে। সরকার এক জন্য নানাভাবে সহায়তা করার ফলে তা সম্ভব হয়েছে। ৮ হাজার মিটারের বেশি উচ্চতায় পর্বতারোহণের জন্য অনুদান ৫ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে সাড়ে ৭ লক্ষ করা হয়েছে। চলতি বছর ১৫০ জনকে এর জন্য প্রশিক্ষণে বৃত্তি দেবে রাজ্য। এ পর্যন্ত ৮০ জনকে এই বৃত্তি দেওয়া হয়েছে। সরকারি সূত্রে প্রকাশ শিলিগুড়ি, দুর্গাপুর ও কলকাতায় এর জন্য ট্রায়াল ক্যাম্প করা হবে। গতবার ৫০০ জন এই ক্যাম্পে অংশ নিয়েছিলেন, এবার এই সংখ্যা বৃদ্ধি পাবে বলে সরকারের আশা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2II9f3C
March 20, 2018 at 11:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন