সেফ ড্রাইভিং নিয়ে সরব শচীন

নয়াদিল্লি, ২০ মার্চঃ দেশের যুব সম্প্রদায়কে সেফ ড্রাইভিং নিয়ে সচেতন করে তুলতে উদ্যোগী হলেন ক্রিকেটার আইকন তথা রাজ্যসভার সাংসদ শচীন তেন্ডুলকার। বিশেষ করে দু-চাকার গাড়িগুলিতে যে নিম্নমানের হেলমেট আরোহীরা ব্যবহার করে থাকেন, তা নিয়ে সরব হয়েছেন মাস্টার ব্লাস্টার।

এবিষয়ে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করিকে একটি চিঠি লিখে শচীন জানিয়েছেন, দেশের প্রায় ৭০ শতাংশ বাইক আরোহী নিম্নমানের হেলমেট ব্যবহার করে থাকেন। পরিসংখ্যান বলছে, দেশের সমস্ত দুর্ঘটনার মধ্যে শীর্ষে রয়েছে বাইক দুর্ঘটনা। অনেক জায়গাতে নকল আইএসআই মার্ক লাগিয়ে খারাপ মানের হেলমেট বিক্রি হয়। কেন্দ্রীয় সরকারের পরিবহণ মন্ত্রকের উচিত, এই বিষয়ে নজর দেওয়া। ভালো মানের হেলমেট ব্যবহার করলে ৪২ শতাংশের ক্ষেত্রে বাইক দুর্ঘটনা এড়ানো সম্ভব। দেশের বাইক আরোহীরাও তাঁর এই আবেদনকে গুরুত্ব দেবেন। এমনটাই আশা করেন শচীন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2u6BhCr

March 20, 2018 at 10:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top