মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে :: সিলেট-২ (বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ্বনাথ) সংসদীয় আসনে আওয়ামী-লীগের প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে আলোচনার ঝড় বইছে সিলেটের বিশ্বনাথ উপজেলা জুড়ে। নবম জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামী জাতীয় সংনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিয়ে অনিশ্চয়তায় দলের কর্মী ও সমর্থকরা। সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী-লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় মনোনয়ন পেতে তৎপর রয়েছেন। তবে কে পাবেন দলীয় মনোনয়ন এখনও তা নিশ্চত হওয়ায় যায়নি।
দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে মাঠে নেমেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সহ একাদশ সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষনা দেন। এছাড়াও আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংসদ সদস্য দেখতে চাই এমন দাবী নিয়ে অসখ্য নেতা কর্মীর বিলবোর্ড শোভা পাচ্ছে বালাগঞ্জ-বিশ্বনাথ ও ওসমানীনগরে। ইতি মধ্যে তিনি দেশে ফিরেছেন। নির্বাচনী এলাকায় বিভিন্ন সময়ে এলাকাবাসির সঙ্গে মতবিনিময় করে আসছেন।
২০০১ সালের নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নিখোঁজ এম ইলিয়াস আলী নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য থাকাবস্থায় এ অঞ্চলে বিভিন উন্য়ন্নয়নমূলক কাজের জন্য ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে এম ইলিয়াস আলী সুবিধা জনক অবস্থানে ছিলেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরে) আসনে আওয়ামী লীগ প্রার্থী শফিকুর রহমান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির হেভিওয়েট প্রার্থী এম ইলিয়াস আলীকে প্রায় তিন হাজার ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
জাতীয় নির্বাচনের আগেই সরকারি দল আওয়ামী লীগ আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। গত বছরের অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলনে সভানেত্রী পুনরায় হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৪ জানুয়ারি প্রথম ধানমন্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলীয় নেতাকর্মীকে বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীর এমন ঘোষণার পরপরই সারাদেশে ন্যায় সিলেট-২ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নড়েচড়ে বসেন। প্রকাশ্য না হলেও তারা নীরবে চালিয়ে যাচ্ছেন তাদের লবিং।
গতবারের মতো এবারও সিলেট-২ আসনে কে পাবেন আওয়ামী লীগের দলীয় টিকেট তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কে হবেন সিলেট-২ আসনের নৌকার কান্ডারী? দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার হাতে নৌকার দায়িত্ব দেন। না কি গত নির্বাচনের মতো সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে আবারো দেওয়া হবে মনোনয়ন তা নিয়ে এলাকাবাসীর মাঝে চলছে গুঞ্জন।
বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগর তিন উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। এই আসনকে প্রধান দুই রাজনৈতিক দলই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সঙ্গে সমঝোতায় এখানে আওয়ামী লীগ থেকে কেউ প্রার্থী হননি। বরাবরই এই আসনে আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রাপ্তির জন্য লড়াই করেন। আর এতে দ্বিধাবিভক্ত হয়ে পরে স্থানীয় আওয়ামী লীগ। এবারও এর ব্যতিক্রম নয়। আগামী জাতীয় নির্বাচনে এই আসন থেকে লড়তে ইতিমধ্যেই আওয়ামী লীগের দুই প্রার্থী রয়েছেন মাঠে। জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আ.লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিন উপজেলায় তাদের অনুসারীরা নিজ নিজ নেতার মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ২৪ ঘন্টার রাজনীতিবিদ হিসেবে খ্যাত শফিকুর রহমান চৌধুরী। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিক চৌধুরী। তার অনুসারী নেতা কর্মীরা মনে করেন ক্লীন ইমেজের ত্যাগী এই নেতার মনোনয়ন না পাওয়ার কোন কারণ নেই।
শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। সিলেট-২ আসনে বিএনপির প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে পরাজিত করে এমপি হওয়া সাবেক এমপি হিসেবেও তিনি ছিলেন সফল। ‘২৪ ঘণ্টার রাজনীতিবিদ’ হিসেবে পরিচিত শফিক চৌধুরীর জনপ্রিয়তা, দলে অবস্থান এসব নিয়ে কোনো প্রশ্ন নেই। দলের প্রয়োজনে প্রতিটি স্থানীয় নির্বাচনে রাত-দিন পরিশ্রম করে দলের জন্য কাজ করে গেছেন। তিনি বর্তমানে এমপি না হলেও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে আসছেন। তার নির্বাচনী এলাকা প্রতিদিন তিনি চষে বেড়াচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতিও লক্ষণীয়। বর্তমানে তিনি যুক্তরাজ্য অবস্থান করছেন। সেখানে তার নির্নাচনী এলাকার মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং দলীয় নেতাকর্মী ও যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের মানুষের সঙ্গে মতবিনিময় সভা করে আসছেন।
অপরদিকে, দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বহিঃবিশ্বের বাংলাদেশি রাজনীতিতে খুবই পরিশ্রমী নেতা। নির্বাচন করার তাড়না থেকেই বেশ কিছুদিন ধরে তিনি নিয়মিত এলাকার আসছেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করছেন। এলাকায় তরুন নেতাকর্মীদের বড় একটি অংশ ইতোমধ্যেই তার বলয়ে যোগ দিয়েছে। তিন উপজেলায় নিজস্ব বলয় ঠিক করতে প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া ব্রিটেনে অবস্থানরত শেখ রেহানার স্নেহধন্য হিসেবে তিনি রয়েছেন পুরো আলোচনায়। একজন অমায়িক, ভালো ও পরিশ্রমী সংগঠক হিসেবে তার দেশে ও বহিঃবিশ্বের রয়েছে সুনাম। এমটাই জানান তাঁর বলয়ের আ.লীগ নেতারা।
প্রবাসী অধ্যুষিত সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে শেষ মুহূর্তে লড়াই জমে ওঠার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। তবে আনোরুজ্জামান চৌধুরীর পক্ষে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নবীন ও প্রবীন নেতাকর্মী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ইতোমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছেন বলে জানা গেছে। বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের শফিকুর রহমান চৌধুরী বলয় ও আনোয়ারুজ্জামান চৌধুরী বলয় সৃষ্টি হয়েছে। দুটি বলয় বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছে।
বিশ্বনাথ উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক শফিক চৌধুরী বলয়ের নেতা আমির আলী চেয়ারম্যান বলেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীর বিকল্প নেই। আমরা আশাবাদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শফিক চৌধুরী দলীয় মনোনয়ন পাবেন। ক্লীন ইমেজের ত্যাগী এই নেতার মনোনয়ন না পাওয়ার কোন কারণ নেই।
আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে এখন থেকেই মাঠে তৎপর থাকার কথা স্বীকার করে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রবাসে থাকলেও ছোটবেলা থেকেই আমি এলাকার জন্য কাজ করছি। প্রতিটি সংসদ নির্বাচনেই দলের মনোনীত সংসদ সদস্যর পক্ষে কাজ করে আসছি। অষ্টম সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে শফিকুর রহমান চৌধুরীর জন্য কাজ করেছি। ফসলও পেয়েছি। আগামী নির্বাচনে অবশ্যই দলের মনোনয়ন চাইব। দলীয় নেতাকর্মী,সমর্থক ও এলাকার মানুষের সমর্থন পেলে অবশ্যই নির্বাচন করব। এমন প্রস্তুতি রয়েছে। আমরা যে কোনো মূল্যে এ আসনটি ধরে রাখতে চাই। এলাকাবাসীর প্রত্যাশা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2CW8aRA
March 03, 2018 at 11:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন