ডারবান, ০২ মার্চ- অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩৫১ রানে অলআউট করে মুখ থুবড়ে পড়েছে সাউথ আফ্রিকা। স্টার্ক আর নাথান লায়নের তোপে ১৬২ রানে গুটিয়ে গেছে দলটি। দ্বিতীয়দিন শেষে তারা ১৮৯ রানে পিছিয়ে। স্টার্ক নিয়েছেন পাঁচ উইকেট। লায়ন তিনটি। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া প্রথম দিন ৫ উইকেটে ২২৫ করেছিল। সেখান থেকে মিচেল মার্শের ব্যাটে ভর করে সাড়ে তিনশ পার করে দলটি। মার্শ ১৭৩ বলে ৯৬ করেন। এর মধ্যে ১৩টি চার এবং একটি ছয়ের মার ছিল। ওপেনার ডেভিড ওয়ার্নার ৭৯ বলে ছয়টি চারে ৫১ করেন। এছাড়া ১১৪ বলে ১১টি চারে ৫৬ করেন অধিনায়ক স্মিথ। আরও পড়ুন: পরী দেখে টুইটে যা বললেন কোহলি স্বাগতিক সাউথ আফ্রিকার কেশভ মহারাজ পাঁচটি এবং ফিল্যান্ডার তিনটি উইকেট নেন। সাউথ আফ্রিকার ওপেনার মার্করাম সঙ্গী এলগারকে (৭) হারিয়ে ৩২ রান করেন। তাকে বাড়তে দেননি কামিন্স। এরপর ডি ভিলিয়ার্স বাদে আর কেউ দাঁড়াতে পারেননি। সবাই যখন যাওয়া-আসার মিছিলে ব্যস্ত ভিলিয়ার্স তখন ১২৭ বল খেলে ৭১ রানে অপরাজিত থাকেন। ১১টি চার মারেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রোটিয়াদের শেষ চার উইকেট পড়েছে মাত্র ১৪ বলের ব্যবধানে। স্টার্ক ৫ উইকেট নিতে ১০ ওভারে ৩৪ রান দেন। ১৬ ওভারে ৫০ রান খরচায় তিনটি লায়নের। হ্যাজেলউড এবং কামিন্স একটি করে উইকেট নিয়েছেন। সূত্র: চ্যানেল আই অনলাইন আর/১০:১৪/০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FRGa4N
March 03, 2018 at 06:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top