টরন্টো, ২৮ ফেব্রুয়ারি- ২০০৫ এবং ২০০৮ সালের পর এবার তৃতীয়বারের মতো টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জালালাবাদ মহাসম্মেলন ২০১৮। এ উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর উদ্যোগে গত ২৫শে ফেব্রুয়ারি নগরীর রেড-হট তান্দুরী রেস্টুরেন্টের মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রুকনউজ্জামান এর পরিচালনায় এ মতবিনিময় সভায় টরন্টোতে বসবাসকারী বৃহত্তর সিলেটের বিভিন্ন সংগঠন ও নেতাকর্মী, কমিউনিটির সম্মানীত ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং চাকুরিজীবীসহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুছ চৌধুরী, নুরুল ইসলাম, আবু সাঈদ ইমানী, আব্দুল মুমিত, আব্দুল মন্নান, নুরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা তুতিউর রহমান, হেলাল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ চৌধুরী, সাবেক নির্বাহী সহ-সভাপতি সাইফ চৌধুরী ভুট্টু, সাবেক সহ সভাপতি জামাল উদ্দিন, বাবেল চৌধুরী, হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা শক্তি দে, জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি মুহিবুর রহমান খাঁন, সহ-সভাপতি এ. এন. এম. ইউছুফ, বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সহ সভাপতি লায়েকুল হক চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সভাপতি টুনু মিয়া, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন শামছুল ইসলাম, এমদাদ চৌধুরী, তানবীর কুহিনূর, মাহবুব আহমদ চৌধুরী, এজাজ খাঁন, মাহবুবুল ইসলাম, মাশরুল হুসাইন রিপন, শাব্বির চৌধুরী লিটন, রোটারিয়ান সুহেল ইবনে ইসহাক প্রমুখ। বক্তারা জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ কে সফল করতে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডাকে সার্বিকভাবে সাহায্য ও সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। বিশ্বের সকল জালালাবাদ এসোসিয়েশনের সম্পৃক্ততায় এই সম্মেলনকে কিভাবে সফল করা যায় এই ব্যাপারেও তারা বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাঁদের মতামত প্রদান করেন। সভায় সর্বসম্মতিক্রমে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলুকে প্রধান করে এবং নুরুল ইসলাম, হেলাল চৌধুরী, নুরুল ইসলাম আজাদ, সাদ চৌধুরী ), সাইফু্দ্দিন চৌধুরী ভুট্টু ), লায়েকুল হক চৌধুরী, জামাল উদ্দিন, মাহবুব আহমদ চৌধুরী, মুজাহিদুল ইসলাম, শাব্বির চৌধুরী লিটন, এজাজ খাঁন, শামছুল ইসলাম, মাশরুল হুসাইন রিপন এবং মাহবুবুল ইসলাম এর সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। উক্ত সমন্বয় কমিটি খুব শিগগিরই টরন্টো ও অন্যান্য দেশের সকল জালালাবাদবাসীর সাথে যোগাযোগ করবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। উল্লেখ্য, আসন্ন জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ এর দিন, তারিখ ও স্থান উক্ত সভায় ঘোষণা করা হয়নি, তবে এসোসিয়েশনের প্রচার সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সমন্বয় কমিটির উপস্থিতিতে এসোসিয়েশনের পরবর্তী সভায় সম্মেলনের দিন, তারিখ ও স্থান নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন, তারিখ ও স্থান নির্ধারিত হলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টরন্টোর সকল বাংলা পত্রিকা, অনলাইন পত্রিকা, এসোসিয়েশনরে নিজন্ব ওয়েব সাইট (http://ift.tt/2GSTGUM), জালালাবাদ এসোসিয়েশ অব টরন্টোর অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং জালালাবাদ বার্তার মাধ্যমে প্রকাশ করা হবে। সভায় বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক দেশের আলোর সম্পাদক সাইদুন ফয়ছল, দেশে বিদেশে টিভির সাংবাদিক এবং চ্যানেল এস টিভির কানাডা প্রতিনিধি সৈয়দ মাহবুব হোসেন, সাপ্তাহিক নবদ্বীপ এর সম্পাদক এম. এইচ. মামুন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিমাদ্রী রায়, বাবলু খান, সরফুর ইসলাম, রিপন চৌধুরী, মানিক আহমদ, নেহাল চৌধুরী, মনিরুজ্জামান চৌধুরী, আরিফ আহমদ চৌধুরী, সাঈদ চৌধুরী দিপু সহ জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, শুভাকাঙ্খী এবং টরন্টোতে বসবাসকারী জালালাবাদবাসী। সভা পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন এসোসিয়েশনের দুই যুগ্ম-সাধারণ সম্পাদক এবাদ চৌধুরী ও রুহুল চৌধুরী। নৈশভোজের মধ্যদিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oxZwnJ
March 01, 2018 at 04:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top