টরন্টো, ০১ মার্চ- টরন্টোয় অনুষ্ঠিত হল বাংলাদেশের সুপরিচিত ব্যাংক-এর প্রতিষ্ঠান এক্সিম এক্সচেঞ্জ কোম্পানির গ্রাহক সমাবেশ। গত ২৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে টরন্টোর ৩৮০ বার্চমাউন্ট-এর গ্র্যান্ড প্যালেস ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উপস্থিতি চোখে পড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এবং এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি কানাডা-এর প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি কানাডা-এর পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, এবং এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি (যুক্তরাজ্য)-এর পরিচালক আনিকা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মজুমদার বলেন, ২০১০ সালে টরন্টোয় এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি কানাডার যাত্রা শুরু হয়। বিগত বছরে মুনাফার মুখ না দেখলেও বাংলাদেশি কমিউনিটির স্বার্থে, এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কানাডায় এই শাখা চালু রেখেছেন। তাঁর বক্তব্যে তিনি এক্সিম ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর আহ্বান জানান নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সেরা গ্রাহকদের সম্মাননা দেওয়া হয়। আলোচনা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। এমএ/ ১২:০০/ ০১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GSnCAl
March 01, 2018 at 06:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top