টরন্টো, ০১ মার্চ- গত ১৪ই ফেব্রুয়ারি, ২০১৮ টরন্টোতে বাংলাদেশি কানাডিয়ান-কানাডিয়ান বাংলাদেশি (বিসিসিবি)-এর উদ্যোগে প্রথমবারের মতো উদযাপিত হলো কানাডা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডে। ১৯৭২ সনের এই দিনটিতে কানাডা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বরে স্বাধীনতা পাওয়ার পর যে দেশগুলো বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয় কানাডা তাদের মাঝে অন্যতম (৩৩তম)। বিসিসিবির সকল সদস্যদের মাঝে এই বিষয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং টরন্টোর ড্যানফোর্থের ক্যাফে ডি তাজ রেস্টুরেন্টে স্বতঃস্ফূর্তভাবে দিনটি পালন করা হয়। একই দিন একই সাথে মন্ট্রিয়ল শহরেও বিসিসিবির অঙ্গসংগঠন বিসিসিবি মন্ট্রিয়াল চ্যাপ্টার এর উদ্যোগে দিনটি পালন করা হয়। এমএ/ ১২:০০/ ০১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oBmUkr
March 01, 2018 at 06:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top