সিডনি, ৩১ মার্চঃ স্টিভ স্মিথের পর বল বিকৃতি কাণ্ডে এবার চোখের জল ফেললেন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিংয়ের ঘটনায় ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।এবারের আইপিএলেও অংশ নিতে পারবেন না তিনি।
দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় ফেরার পর সিডনিতে শনিবার সাংবাদিকদের বললেন, ‘আমি বুঝতে পারছি যে আমার কাজের জন্য আমি দায়ী। এটা জানতে পারাটা হৃদয়বিদারক যে, আমি আমার সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারব না। যেটা আমি ভালোবাসি ও শ্রদ্ধা করি। আমি আবার দেশের হয়ে খেলতে পারব কি না এই আশাটাও এখন আমার একেবারেই ক্ষীণ। আমি জানি, এটা আর নাও হতে পারে।’ এদিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি নিজের লেখা পাঠ করেন। কিন্তু সেটা করতে গিয়েই বারেবারে কেঁদে ফেললেন বাঁ–হাতি এই ব্যাটসম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ক্যান্ডিসও। ওয়ার্নার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অনুরাগী ও প্লেয়ারদের কাছেও ক্ষমা চেয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pSBZPj
March 31, 2018 at 04:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন