মুম্বাই, ২৭ মার্চ- শহিদ কাপুরের কথায় মেজাজ হারালেন স্ত্রী মীরা এবং তা প্রকাশ্যেই সকলের নজরে এল। ভুটের ওয়েব সিরিজ বিএফএফ নামক এক টক শোতে গিয়ে স্বামী শহিদ কাপুরের এক প্রশ্নের উত্তরে খানিকটা রেগেই গেলেন মীরা রাজপুত। নেহা ধূপিয়া সঞ্চালিত এই শোতে অনেক তারকারাই এসে তাদের বিষয়ে খোশ গল্প করে গেছেন। সেই শোয়ের ফাইনাল পর্বে নেহার অতিথি হয়ে এসেছিলেন শহিদ কাপুর এবং মীরা রাজপুত। টক শোতে একটি খেলা ছিল যার নাম ছিল স্পিনিংস্টারস। যেখানে নেহা একটা প্রশ্ন করবে যা মীরাকে অভিনয় করে শহিদকে বোঝাতে হবে। অন্যদিকে, শহিদ একটি চেয়ারে বসে থাকবেন যা অনবরত ঘুরতে থাকবে। সেই খেলাতেই তৃতীয় প্রশ্ন ছিল, আপনার কাছে কোনও একটি শোয়ের পাসকার্ড থাকলে আপনি কাকে নিয়ে যেতে চান, যাকে দেখে শহিদ রাগ করবেন না। এই প্রশ্নের উত্তর মীরা দেওয়ার আগেই শহিদ জানান সিদ্ধার্থ মালহোত্রাকে তার স্ত্রী নিয়ে যেতে চান। খেলার মাঝেই মীরা বেশ বিরক্ত হয়ে শহিদের দিকে এগিয়ে আসেন এবং বলেন, হোয়াট দ্য হেল। যদিও পরিস্থিতি সামাল দিতে শহিদ জানান যে সিদ্ধার্থ এবং মীরা দুজনেই দিল্লির বাসিন্দা তাই তিনি তার নাম নিয়েছেন। তবে শাহিদের এই উত্তরে তার স্ত্রী যে মোটেও খুশি হননি তা শো চলাকালীন বেশ বোঝা যায়। পাশাপাশি, এটাও বোঝা গেল, শহিদ ছাড়াও বলিউডের অন্য এক স্টারকেও বেশ পছন্দ করেন মীরা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২৭মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DXZWca
March 27, 2018 at 02:34PM
27 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top