মুম্বাই, ২৬ মার্চ- বলিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা ক্যাটরিনা কাইফ। চলচ্চিত্রে পা রাখার পর থেকেই বহু তরুণের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। ২০০৩ সালে বুম ছবির মাধ্যমে বলিউডে নিজের নাম লেখান ক্যাটরিনা। প্রথম ছবি মুক্তি পাওয়ার পর অভিনয় নিয়ে হাজারও প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। কিন্তু সমালোচকদের সেই সব প্রশ্নকে পাশ কাটিয়ে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সাক্ষী হতে চলেছেন ক্যাটরিনা। এবার ক্যারিয়ারের নানান চড়াই-উৎরাই নিয়ে বই লেখার ইচ্ছা প্রকাশ করেছেন টাইগার জিন্দা হ্যায় খ্যাত অভিনেত্রী। আরও পড়ুন: বিরাট-আনুশকাকে চান করণ খারাপ সময়ের ব্যাপারে জানতে চাইলে ক্যাটরিনা বলেন, উত্তরটা আপাতত জমিয়ে রাখছি। বলিউড সম্পর্কে আমি নিজেই নিজেকে শিক্ষা দিয়েছি। কিন্তু এখন মনে হয় এই জার্নিটা নিয়ে একটা বই লিখে ফেললেই ভালো হবে। সেকারণে উত্তর নষ্ট করতে চাই না। তিনি আরও বলেন, বিভিন্ন অঙ্গনের মানুষের জার্নি সংক্রান্ত বই আমি এখনও পড়ছি। আর এই বইগুলো আমায় শিক্ষা দেয়। জানেন, এই শিক্ষা আমাকে একজন ব্যক্তি হিসেবে অনেকটাই বদলে দিয়েছে। ক্যাটরিনা বলেন, ব্যর্থতাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। জীবনে বড় হতে গেলে ব্যর্থতা আসবেই। আর সেই ব্যর্থতাই চলার পথে অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/২৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GdN5IQ
March 27, 2018 at 05:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন