বিভিন্ন জঙ্গি সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ করবে পাকিস্তান

সুরমা টাইমস ডেস্ক :: বিভিন্ন জঙ্গি সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানায়, এসব সংগঠনকে নিষিদ্ধ করতে একটি খসড়া বিলও তৈরি করেছে সরকার। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দেশটির আইনসভা, ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে বিলটি পাশ হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। এই বিল পাশের মধ্য দিয়ে পাকিস্তানে স্থায়ীভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠন ও এর নেতারা। এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনকে আর্থিক সহয়তার অভিযোগ তুলেছিলো আন্তর্জাতিক ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স- এফ.এ.টি.এফ।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2Ey0tBQ

April 09, 2018 at 09:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top