সুরমা টাইমস ডেস্ক:: আন্দোলনের আড়ালে মুখোশধারী হামলাকারী কারা তা নিয়ে সরকার ও প্রশাসনে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ছাত্রদল-শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ভাঙচুর অগ্নিসংযোগে জড়িত বলেও সন্দেহ সরকারের। নানা গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তাদেরই দায়ি করা হচ্ছে। ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করার কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাতের অন্ধকারে গেটের তালা ভেঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তান্ডব চালায় মুখোশধারী সন্ত্রাসীরা। গভীর রাতের এই হামলাকে স্বাভাবিক আন্দোলন মনে করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে উপাচার্যের বাসভবনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলেও ধারনা তাদের।
রাতের আঁধারে এই ধ্বংসযজ্ঞের অগ্রভাগে কারা ছিলো? শিক্ষার্থীদের মধ্যে মুখোশধারী কেন? মধ্যরাতে বোরকাপড়া এই মেয়েরাই বা কারা? এমন প্রশ্নের উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী।
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীরা হামলায় অংশ নিয়েছে- এমন অভিযোগও তুলছেন কেউ কেউ। পুরো বিষয়টিকে অশুভ শক্তির তৎপরতা বলছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা শেষে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান ও মধ্য রাতে শিক্ষার্থী নিহতের গুজব ছড়ানোকে নাশকতার পরিকল্পনার অংশ মনে করে আইন শৃঙ্খলাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্যের বাসভবনে হামলাকে একটি গোষ্টির পূর্ব পরিকল্পিত হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারাও।
শান্তিপূর্ণ আন্দোলন কেন ধ্বংসযজ্ঞে রূপ নিলো এবং মুখোশধারীরা কারা ছবি দেখে তা খুঁজে বের করার কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2Jvm4OW
April 09, 2018 at 09:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন